নোয়াখালী প্রতিনিধি ::নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী গ্রামে আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে ও পুলিশের নির্দেশ অমান্য করে জবর দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ কামাল উদ্দিন ও তার সহযোগিরা ।
এদিকে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ ধারা কার্যবিধি পালনের নির্দেশ দেন । পুলিশের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষরা ঘর নির্মান করছে। এ আদেশ অমান্য করে ঐ বিরোধ পূর্ণ ভূমিতে ভাড়াটে লোকজন নিয়ে জোর পূর্বক ঘর উঠানোর চেষ্ঠা করছে ।
সুলতান আহম্মদ বাদি হয়ে ২৭ শে আগষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালীর আদালতে কামাল উদ্দিন ও মানিকের বিরুদ্ধে জবর দখলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। আদালত আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ফৗজদারী কার্যবিধি ১৪৪ ধারা পালনের নির্দেশ দেন ।
জানা যায় উক্ত সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা রয়েছে । প্রতিপক্ষ ফজলুল করিম জানান, আমরা আদালতের রায় পেয়ে ঘর নির্মান করছি, এ এসআই ফরিদ মিয়া সত্যতা শিকার করে বলেন আমি কামাল গংদের কে ঘর নির্মান করতে নিষেধ করেছি , তারা আইন অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে কাজ করছে ।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ নাছের জনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন ওসিকে ।
Leave a Reply