নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা, ভাংচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ৪ নেতাসহ গ্রেফতার ১১

নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চৌমুহনীতে পূজাম-প ও মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ও কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে প্রচার করার অভিযোগে আরো ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠনের ৪ নেতা ও জামায়াত সমর্থিত সাবেক এক ইউপি চেয়ারম্যান রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুন অর রশীদ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো.রায়হান পূর্ব চরমটুয়া ইউনিয়ণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফয়সাল বারী চৌধুরী পূর্ব চর মটুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব বেলায়েত হোসেন বেগমগঞ্জ উপজেলার আলাউদ্দিন একই উপজেলার ফজলুল করিম সুমন ও আবদুল বাকী শামীম, কোম্পানীগঞ্জের মিন্টু চাটখিলের পারভেজ হোসেন, সোনাইমুড়ীর আব্দুল বারেক।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেন, ফয়সাল ইনাম কমল মন্দিরে হামল ভাংচুরের অন্যতম উস্কানীদাতা। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। চৌমুহনীতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১১ মামলায় ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা