নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ইন্ডিয়ান ভিসা সেন্টার পরির্দশন করেন, ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা সহ প্রতিনিধি দল।
রবিবার সকাল ১০ টায় প্রতিনিধি দল সহ তিনি চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরর্দশন করেন। ভিসা সেন্টার পরিদর্শনকালে, তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে নোয়াখালীর আর্থ-সামাজিক অবস্থার প্রসংশা করে বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও ভ্রমনের জন্য প্রতিবেশী দেশ ভারতে যাতায়াত করতে এ সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তারা এ সেন্টার থেকে সহজেই সেবা নিতে পারবে।
এসময় সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি, ফাস্ট সেক্রেটারী মিস নবনিতা চক্রবর্তী, সেকেন্ড সেক্রেটারী বিষাদ জয়তী দাস, ঢাকাস্থ ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল ওহাব কচি, জামাল উদ্দিন রানা ও মিজানুর রহমান খোকন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply