নোয়াখালী থেকে নবীন::নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে অভিযান চালিয়ে জাকির হোসেন প্রকাশ বেচু (৪০) ও হাসান আলী প্রকাশ বাঘা মানিক (৪২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাতে চরপার্বতী ২নং ওয়ার্ড পাটোয়ারী বাড়ী দীঘিরপাড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- ওই এলাকার মকুল আহমদের ছেলে জাকির হোসেন প্রকাশ বেচু ও একই এলাকার আবদুল হাইয়ের ছেলে হাসান আলী প্রকাশ বাঘা মানিক।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তারা উভয়ে এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী। আটককৃত হাসান আলীর বিরুদ্ধে থানায় দুটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আরো দু’টি মামলা দায়ের করা হচ্ছে।
Leave a Reply