নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে, রামপুর ৬নং ওয়ার্ডের বজলুর রহমানের ছেলে মো.আলমগীর হোসেন (৩৪), রামপুর ৬নং ওয়ার্ডের সুফিয়ান’র ছেলে সরওয়ার (১৮), কে ২০০ গ্রাম গাঁজাসহ ও পৃথক অভিযানে, চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের, আবুল বাশার প্রকাশ স্পীকার’র ছেলে আমির হোসেন (৩৫), কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে উপজেলার রামপুর ইউপির ৬নং ওয়ার্ড ও চরফকিরা ইউপির ৮নং ওয়ার্ডে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম, ইমরান হোসেন, (এএসআই) দেবু মজুমদার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply