নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কোম্পানীগঞ্জ থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম, (এএসআই) দেবু মজুমদার, (এএসআই) মো. তরিকুল ইসলাম অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তিন ইয়াবা ব্যবসায়ীকে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে,বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ডের খায়ের কাউন্সিলর বাড়ির অজি উল্যার ছেলে রমজান আলী রিপন প্রকাশ চায়না (২০), বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ডের মোয়াজ্জেম গো বাড়ির রেজাউল হকের ছেলে মো.নুরনবী (১৯), পৌরসভা ২নং ওয়ার্ডের রহিম বক্স ব্যাপারী বাড়ির আবদুল মালেকের ছেলে মো.জাবেদ (২৮)। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply