নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে সিএনজি চালিত অটোরিকশা চাপায় মুনতাহা (৩) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার দুপুরের দিকে রাস্তার মাথা-বসুরহাট সড়কের নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা চরকাঁকড়া ৭নং ওয়ার্ডের বেছু মাঝি বাড়ীর মাসুদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ীর পাশের রাস্তায় অন্য বাচ্চাদের সাথে ছিলো মুনতাহা। নতুন বাজার এলাকায় বসুরহাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি সড়কের পাশে থাকা মুনতাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান সিএনজি চাপায় মুনতাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply