নোয়াখালী থেকে নবীন-নোয়াখালী জেলা শহরের মাইজদী পাবলিক কলেজের নব নির্মিত ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী । ২ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনটি নির্মান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে বুধবার মাইজদী পাবলিক কলেজ মিলনায়তনে উদ্ধোধনী সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, কলেজের অধ্যক্ষ তাকদির হোসেন মো: সাদরিলওয়ালা, কলেজ ম্যনেজিং কমিটির সদস্য ও শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, শামছুল হাসান মিরণ ও জেলা আ’লীগের সদস্য মাহমুদুর রহমান জাবেদ।
Leave a Reply