নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামে চোর সন্দ্বেহে গণপিটুনি দিলে একজনের মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই গ্রামের আবু সর্দার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, রাত দুইটার দিকে আবু সর্দার বাড়ির একটি ঘরের সীঁদ কেটে চুরির চেষ্টা করে। এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার দিলে চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে গণপিটুনি দেয়। পরে ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ৪৫ বছর হবে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Leave a Reply