নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে দুর্নীতি দমক কমিশন (দুদক) অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানীর ২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। মঙ্গলবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেহেদি সড়কের পাশে বাখারাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানীর কর্মকর্তাদের যোগসাজসে দীর্ঘদিন ২০টি অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের অভিযোগ পায় দুদক। এরপর দুদকের বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানীর কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়া হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। অভিযানের সময় বাখরাবদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড মাইজদী এর ডিজিএম মো: সোলাইমান উপস্থিত ছিলেন।
Leave a Reply