নোয়াখালী প্রতিনিধি:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ উপলক্ষে নোয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান, জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মিঠু ও স্বতন্ত্র প্রার্থী এমএইচ শওকত রেজা চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন আরজু, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক নূর আলম সিদ্দিকী রাজুসহ সাত জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
নারী ভাইস-চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা ববি, জেলা যুব মহিলা লীগের সভাপতি জান্নাতুল ফেরদাউস মুক্তাসহ চার জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
নোয়াখালীর এডিসি (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসূফ জানান, এ পর্যন্ত রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ১৪ জন মনোনয়ন ফরম জমা দেন।
উল্লেখ্য, পঞ্চম ধাপের এই নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে।
Leave a Reply