নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সরকারী কলেজ সহ দেশ ব্যাপী সকল সরকারী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে আজ মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টা ব্যাপী মানব বন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী কলেজ শাখার সহ সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি মো: হাবিবুর রহমান । এ ছাড়া আরো বক্তব্য রাখেন নোয়াখালী জেলা দক্ষিন শাখার সভাপতি মো: দিদার হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক এসএম রাসেল সহ মানববন্ধনে অংশগ্রহনকারী ছাত্ররা।
বক্তারা সংসদ নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কলেজ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। দাবী মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচীর ঘোষনা দিবে বলে জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সকল দল-মত নির্বিশেষে সকল ছাত্র ছাত্রীদেরকে সংসদ নির্বাচনের দাবী আদায়ের আন্দোলনে অংশগ্রহন করার আহবান জানান্।
উল্লেখ্য ১৯৯৮ সালে নোয়াখালী সরকারী কলেজ সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ।
Leave a Reply