নোয়াখালী থেকে নবীন: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি এইচ এম ইব্রাহিমের পক্ষে নৌকার প্রতীক নিয়ে বিশাল শোডাউন করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সর্বস্তরের জনসাধারন।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ হাজার মটর সাইকেল ও ৪ শতাধিক মাইক্রো নিয়ে দলীয় হাজার হাজার নেতাকর্মীরা চাটখিল-সোনাইমুড়ী আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশে এমপি এইচ এম ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ ছাড়া চাটখিল-সোনাইমুড়ীতে বিভিন্ন পথসভায় ও তিনি বক্তব্য রাখেন।
এ সময় চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবু সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply