ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চাপায় আপিয়া খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের নাকাইহাট- গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের কাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আপিয়া খাতুন কাজিরবাজার মনোহরপুর গ্রামের আতোয়ার মন্ডলের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) রাকিব হোসেন জানান, রাস্তার পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। হঠাৎ মৃত শিশুটি রাস্তা পার হওয়ার সময় নাকাইহাটগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলই শিশু আপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে থানায় কেউ অভিযোগ করেনি।
Leave a Reply