ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা:: গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়া খেলাবস্থায় পাঁচ জুয়াড়িকে হাতে-নাতে আটক করেছে উপজেলার হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে এক আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ রাকিব হোসেনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই ডালিম মিয়া ও এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পুলিশ টিম মনোহরপুর আমতলী গ্রামের জহরুল ইসলামের বসতবাড়ীতে অভিযান চালায়।
তাসের জুয়া খেলারত এ সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মনোহরপুর আমতলী গ্রামের সাদেক আলীর ছেলে ফুল মিয়া, একই গ্রামের মকবুল হোসেন শেখের ছেলে সাইদুল ইসলাম, মৃত এছারত আলী সরকারের ছেলে শফিকুল ইসলাম সরকার, আ. জলিলের ছেলে সুজন মিয়া ও মৃত মনির উদ্দিনের ছেলে আ. জলিল শেখকে আটক করা হয়।
আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply