আশাহীদ আলী আশা::সমুন্নত আকাশ, সাগর, পাহাড়, নদী আজ ক্লান্ত পরিশ্রান্ত। চলছেনা বিশাল কল-কারখানা চলছেনা বিমান, জাহাজ, ট্রেন, বাস, টেক্সি। পৃথিবী আবার ফিরে পাচ্ছে প্রাণ, নীল তিমি, ডলফিন, হাঙর আজ খেলা করছে নীল সাগরে। আকাশপানে উড়ছেনা উড়োজাহাজ ও মারণাস্ত্র জঙ্গি বিমান। পাহাড়ে আজ গাছগাছালি ও ফুলগুলো সব ফুটে উঠেছে রাজ্যের বিশাল হাসি নিয়ে। বরফ গলছেনা উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চল এন্টার্কটিকায়। বাড়ছেনা গ্রীনহাউজে নির্গত গ্যাসের চাপ। স্থবির গোটা পৃথিবী। স্থবির সড়ক, মহাসড়ক। স্থবির জনগুরুত্বপূর্ণ এলাকা। স্থবির যুদ্ধের ময়দান। স্থবির পৃথিবীর মানুষ। স্থবির ইলেকট্রিক্যাল প্রোগ্রাম। স্থবির বায়োলজিক্যাল প্রোগ্রাম। স্থবির ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। স্থবির সার্জিক্যাল প্রোগ্রাম। যে দেশে নিষিদ্ধ ছিল আজান সে দেশেই নয় বরং দেশে দেশে আজানের মধুর সুর ভেসে আসছে। কি করুণ ভয়াবহ মৃত্যু গিলে খাচ্ছে চোঁখের পলকেই। বৃহৎ পরাশক্তি গুলো আজ বড়’ই অসহায়।দেশে দেশে ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাঁচতে মানুষ পালাচ্ছে দেশ হতে দেশান্তরে। তবে কেন;? তোমাদের এত বড়াই, অহংকার, অহমিকা? তোমরা পৃথিবীর কাছ থেকে যা কেড়ে নিয়েছো আজ পৃথিবীই তোমাদেরকে তা ফিরিয়ে দিচ্ছে। ভুলে যেও না। খোদার প্রদত্ত গজবের কেবল পরীক্ষা মাত্র।
Leave a Reply