-
- আন্তর্জাতিক
- প্যারিসে বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল
- আপডেট টাইম : May, 16, 2019, 7:45 pm
- 478 বার
আবু তাহির ফ্রান্স::ফ্রান্সের প্রাচীন সামাজিক সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অবারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে ফ্রান্সের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বুধবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে বাঙালি মুসলমান ছাড়াও বিভিন্ন কমিউনিটির রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে এ সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক, উপদেষ্টা সদস্য আব্দুর রাজ্জাক ও আবু বক্কর, সাবেক সভাপতি হেলাল আলী বুরহান, সিনিয়র সহসভাপতি বাবর হোসেন, সহসভাপতি মনন উদ্দিন, আবুল হোসেন ও হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ সায়েক উদ্দিন, সদস্য জবরুল ইসলাম লিটন, সুমন আহমদ, নজমুল হক, দেলোয়ার প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা সালেহ আহমেদ, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল আবেদিন, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি হাজী হারুন রশিদ, ফ্রান্স আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন, ফ্রান্স আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক হাসান সিরাজ, যুবলীগের নেতা কামাল আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের আগে সংগঠনের পাশাপাশি মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply