নোয়াখালী থেকে নবীন::শিক্ষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ৮ নভেম্বর ২০১৮ইং এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষক কর্মচারীদের জন্য ৫% বার্ষিক আর্থিক প্রবৃদ্ধি ,বৈশাখি ভাতা প্রদান এবং অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্ট্রে ১০ কোটি টাকা কল্যাণ ট্রাষ্ট্রে ঘোষনা দেয়ায় নোয়াখালী শিক্ষক সমাজ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার নোয়াখালী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষক কর্মচারী একটি আনন্দ শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি মাইজদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনাসভা শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি এ.বি.এম আবদুল আলিমের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির জেলা সম্পাদক মো. আলমগীর ও কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু ভক্তিরঞ্জন ঘোষ।
বক্তারা অবিলম্বে মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের জোর দাবী জানান।
Leave a Reply