-
- মিডিয়া সংবাদ
- প্রিন্স হাবীবের জন্মদিনে সাংবাদিক সুমন আলী খাঁনের শুভেচ্ছা
- আপডেট টাইম : January, 9, 2019, 8:27 pm
- 623 বার
নিজস্ব প্রতিনিধি :: প্রিন্স হাবীব। একজন প্লে-ব্যাক সিঙ্গার। সারা দেশে সাড়া জাগানো “যদি এক দেহেতে” গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এরপর থেকে তাঁকে আর পিছু ফিরে থাকাতে হয়নি। শ্রোতাদের ব্যপক সাড়া পেয়ে “হৃদয়ের চোঁখ, কি কারণে ভুলে গেছো, ঊপমা হারালে কোথায়, বান্ধবী ভুলে গেছো, শপত, কি নিয়ে বাঁচবো, ভালবাসি তোমায়, কেমন আছো বান্ধবীসহ একের পর এক নতুন অ্যালবাম উপহার দিয়ে এসেছেন।
তাঁর মাঝে “থেমে থাকা” শব্দটা অপরিচিত। লড়াকু একজন কণ্ঠ সৈনিক হিসেবে লড়ে যাচ্ছেন আজ অবধী।
আজ এই জনপ্রিয় প্লে-ব্যাক সিঙ্গারের জন্মদিন। তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এনপি মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক সুমন আলী খাঁন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply