ছাদেকুল ইসলাম রুবেল.গাইবান্ধা ঃ করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে জনসচেতনতার পাশাপাশি মানবতার কল্যানে কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ। এরইধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত ৯ টার দিকে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল অফিসের দায়িত্বরত পুলিশ সদস্য স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের বিভিন্ন দুস্থ অসহায় পরিবারের সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী বিতরন করেন।এসময় দায়িত্বরত পুলিশ সদস্য সুবিধাভোগীদের ঘরের দরজায় গিয়ে বলেন প্লিজ একটু ওঠেন আমি পুলিশের লোক এসপি স্যার আপনার জন্য ত্রান সহায়তা পাঠিয়েছেন।করোনা পরিস্থিতির দুর্যোগ মোকাবেলায় এভাবেই গাইবান্ধা জেলা পুলিশ দুস্থ অসহায় গরীব মানুষের মাঝে ত্রান বিতরন অব্যাহত রেখেছেন।এদিকে জেলা পুলিশের ত্রান পেয়ে সরকারি সুবিধা বঞ্চিত এসব পরিবার পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply