ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধা জেলার ফুলছড়িতে প্রচন্ড ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর ও গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। গত ২৭ মে সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কিছু কিছু এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে উপজেলার উদাখালী ইউনিয়নের কয়েকটি গ্রামের অর্ধশতাধিক গাছপালা ও টিনের ঘর ক্ষতিগ্রস্থ হয়। ঝড়ে উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের মৃত নুর হোসেনের অসহায় স্ত্রী মইফুল বেগম, আইয়ুব হোসেন, মধু মিয়া ও তারা মিয়ার ঘরের টিন দুমরে মুচরে সম্পূর্ণ বিধ্বস্থ হয়। এসময় ঝড়ে ক্ষতিগ্রস্থ টিনের আঘাতে প্রতিবন্ধি শামছুন্নাহার (৩০) আহত হয়েছে। অপরদিকে রেইনট্রি গাছ ভেঙ্গে পড়ে পশ্চিম উদাখালী গ্রামের সাইফুল ইসলাম আধা পাকা একটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা দরকার।
Leave a Reply