আল হেলাল চৌধুরী::দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং একজন মারাত্মক ভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর এলাকার চাঁদপাড়া কালভার্ট সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, দাদুল চকিয়াপাড়া উচ্চ বিল্যালয়ের শরীর চর্চা শিক্ষক জালাল উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসি আরা স্কুল ছুটির পর একটি মটর সাইকেল যোগে ফুলবাড়ী আসার পথে উক্ত স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গ্লামার মটর সাইকেল (নম্বর বিহীন)-এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিন এর মৃত্যু হয় এবং অপর মটর সাইকেল চালক মেহেদি কে রংপুর মেডিকেলে নেয়ার পথে সে মৃত্যুবরণ করেন। মটর সাইকেলের অপর আরোহী ফেরদৌসি আরা (৪৫) কে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জালাল উদ্দিন চকিয়াপাড়া আদমপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে এবং মেহেদি দক্ষিণ কৃষ্টপুর গ্রমের মোশারফের ছেলে।
Leave a Reply