ফেইসবুকে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, কৌশিক রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ।। মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি: হযরত মুহাম্মদ (স:) ও ইসলাম নিয়ে কটুক্তি করে ফেইসবুকে পোষ্টদানকারী আটককৃত কলেজ পড়–য়া -কৌশিক রায়ের ফাঁসির দাবীতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ীবাজারে বিশাল মানববন্ধন করে তৌহিদী জনতা।

সোমবার দুপুরে ছাতক সুনামগঞ্জ সড়কে গোপালপুর আমবাড়ী মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মাও খলিলুর রহমানের সভাপতিত্বে হাজার হাজার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিলসহকারে মানববন্ধনে অংশ গ্রহন করে। দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ইসলামী চিন্তাবিদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং ইসলাম বিদ্বেশী ও নবী করিম (স:) সর্ম্পকে কটুক্তিকারী কৌশিকের ফাঁসির দাবী জানান। এসময় হিন্দু-মুসলিমসহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন মাওলানা আবুল ফজল, মাওলানা খলিলুর রহমান, মাও.সাজিদুর রহমান, মাও. হোসাইন আহমদ, মুফতি আব্দুল হক, মাও. আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, মান্নারগাও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক তাহের উদ্দিন, মাও. গৌছ উদ্দিন, মুফতি আশরাফ আলী, হাফিজ তোহা হোসাইন, মোহাম্মদ আলী তালুকদার, ইজ্জত আলী তালুকদার, আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান, আলী আহমদ, মাও. মিছবাহ উদ্দিন, মাও. ছিদ্দিকুর রহমান, চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন, সামসুদ্দিন আহমদ, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রফিক, মুহিবুল হক আজাদ, আকিকুল ইসলাম, মো: ইসমাইল হোসেন, মাও. আব্দুর রহিম, মাও. আমির উদ্দিন, মাও. শহিদুল ইসলাম, হাফিজ সাইদুল ইসলাম, হাফিজ মাও এনামুল হক, মাও সাইদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কৌশিক রায় নামের ব্যাক্তি ফেইসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় পবিত্র ইসলাম ধর্মের মানুষের আঘাত লেগেছে। এর জন্য তদন্তের মাধ্যমে এই কৌশিক রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার(২৩ অক্টোবর) দুপুরে কৌশিক রায় তার ব্যাক্তিগত ফেইসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)সহ ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা ধরণের কুরুচিপূর্ণ পোস্ট দেয়। এতে এলাকায় উত্তেজনা ভিরাজ করলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী বিকালে তাকে আটক করে পুলিশ হেফাজত নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা