মোঃ সুমন আলী খাঁন ॥ নতুন বছরের শুরুতেই শ্রোতাদের জন্য চমক নিয়ে হাজির জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রিন্স হাবীব। অমিত এর সংগীত আয়োজনে প্রিন্স হাবীবের কথা ও সুরে ‘অমানুষী’ শিরোনামে একটি মিউজিক ভিডিও গত ২৯ ডিসেম্বর প্রকাশ হয়েছে সাউন্ডটেক এর ব্যানারে।
হ্নদয় ভাঙার যন্ত্রণায় আহত এক যুবকের আর্তনাদের কাহিনী নিয়ে রচিত প্রিন্স হাবীব এর ‘অমানুষী’। সৈয়দ আলী আহসান লিটন এর নির্দেশনায় সুনির্মিত মিউজিক ভিডিওটিতে গানের মডেল ইয়াসিন আহমেদ, অধরা ও সোহাগ এর পাশাপাশি দেখা যায় প্রিন্স হাবীবকে।
গানটি প্রসঙ্গে প্রিন্স হাবীব বলেন, আমার কথা ও সুরে ‘অমানুষী’ গানটিতে তুলে ধরা হয়েছে একটি ছেলের হৃদয়বিদারক প্রেমের গল্প। আশা করি শ্রোতাদের গানটি ভাল লাগবে।ভিডিও: https://www.youtube.com/watch?v=9o9tbcc2TJ0
Leave a Reply