বন্যায় জগন্নাথপুর-বেগমপুর সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন,ঝুঁকি নিয়ে চলছে যানবাহন!!

শাহ এস এম ফরিদ জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::জগন্নাথপুর-বেগমপুর সড়কটি ক্রমশই বিপদজনক সড়কে পরিনত হচ্ছে। ভাঙ্গা এ সড়ক পথে চরম ঝুঁকি নিয়েই প্রতিদিন যানবাহন করছে।সিলেটের ওসমানী নগর উপজেলার সাদীপুর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি,পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ এ সড়ক পথে যাতায়াত করেন।

চলতি মাসে আকস্মিক বন্যায় কুশিয়ারা নদীর পানি ব্যস্ততম এই সড়কটির উপর দিয়ে ব্যাপক হারে প্রবেশ করার ফলে বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম উত্তর কালনিরচরে প্রায় ২০ ফুট সড়ক ভেঙ্গে গিয়েছে।সড়কটির উপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ ছাড়াও বড়ফেছি বাজার সংলগ্ন সড়কটি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে।

উল্লেখিত এলাকার জনসাধারণের যোগাযোগব্যবস্থার জগন্নাথপুর-বেগমপুর সড়কটি গত কয়েক বছর ধরে একের পর ভাঙ্গনের সম্মুখীন হচ্ছে। বিগত বছরে পাইলগাঁও ইউনিয়নের পূর্ব-জালালপুর গ্রামের ভাঙ্গা বাড়ী নামক স্থানে এ সড়কটি কুশিয়ারা নদী ভাঙ্গনের শিকার হয়।এদিকে সড়কটির রানীগঞ্জ ইউনিয়নের গোষগাঁও ব্রিজের এপ্রোস ভেঙ্গে পড়ায় ভাড়ী যানবাহন চলাচল করতে পাড়ছেনা।

জগন্নাথপুর উপজেলার আওতাভুক্ত সড়কটি বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসীর যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বালাগঞ্জ-ওসমানী নগর ও জগন্নাথপুর উপজেলার কয়েকি ইউনিয়নের জনসাধারণের যাতায়াত সুবিধার স্বার্থে জরুরী বিত্তিতে সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে জগন্নাথপুর উপজেলার এলজিইডি ইনঞ্জিনিয়ার মো.গোলাম সারোয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,জগন্নাথপুর উপজেলার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার প্রতিবেদন দিয়েছি। আসা করি আগামীতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় কাজ করাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা