বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন হয়েছে যা অস্বীকার করার সুযোগ নাই -অশোক মাদব রায়

নবীগঞ্জ প্রতিনিধি।।  হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার  তারানগাঁও গ্রামের অচম্বিত ঠাকুরের নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন  করা হয়েছে। ২৫ জানুয়ারি বুধবার সকাল ১১টায় অচম্বিত ঠাকুরের নাট মন্দির  ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন,নৌ পরিবহণ মন্ত্রণালয় সাবেক সচিব ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি শ্রী অশোক মাধব রায়।  ভিত্তি প্রস্থর স্থাপন শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
করগাঁও ইউনিয়ন পরিদষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সভাপতিত্বে এবং প্রদ্যুৎ দাশের সঞ্চালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌ পরিবহণ মন্ত্রণালয় সাবেক সচিব ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি শ্রী অশোক মাধব রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ, নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান সেফু, ১নং বড় ভাকৈর  ইউনিয়নের চেয়ারম্যান, রঙ্গলাল দাশ। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার সুজিত দাশ অধ্য গ্রামের প্রবীণ নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য কালে অশোক মাদব রায় বলেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে যা অস্বীকার করার মত নয়। ধারাবাহিক উন্নয়ন অব্যাহত আছে রাস্তাঘাট সহ বিভিন্ন মন্দির ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এখন অনেক কাজ চলমান রয়েছে। দেশকে এগিয়ে নিতে নিজ নিজ  স্থান হত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা