বাংলাদেশ রবিদাস নারী ফোরাম মৌলভীবাজার সদর উপজেলা কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশের রবিদাস নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে সক্রিয় সংগঠন “বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ)” এর মৌলভীবাজার সদর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা ২৭ জুলাই ২০১৮ শুক্রবার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের গোলাপ রবিদাস মহোদয়ের আঙ্গিনায় দুপুর ২.১৫ টায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) এর মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক সরোজিনী রবিদাস। বিআরডব্লিউএফ এর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুন্নি রানী রবিদাসের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মিলন রবিদাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক চম্পা রানী রবিদাস, বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সূর্যমণি রবিদাস, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবুল রবিদাস।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) সিলেট জেলার সংগঠক সুজেশ রবিদাস, সুশীল সমাজের প্রতিনিধি দশরথ রবিদাস, বিশিষ্ট সমাজসেবী গোলাপ রবিদাস, মৌলভীবাজার এর বড়লেখা উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক জয়ন্ত রবিদাস, সিলেটের বিয়ানীবাজার উপজেলার সংগঠক সুমন রবিদাস, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সংগঠক মনোরঞ্জন রবিদাস মান্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় বিআরডব্লিউএফ এর সংগঠক বৃষ্টি রবিদাস, সঞ্চিতা রবিদাস, মেঘনা রবিদাস প্রমুখ।

আলোচনা সভাশেষে সর্বসম্মতিক্রমে মেঘনা রবিদাস কে সভানেত্রী, সঞ্জিতা রবিদাস কে সাধারণ সম্পাদক ও শান্তি রবিদাস কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) এর মৌলভীবাজার সদর উপজেলা শাখার কমিটি গঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মিলন রবিদাস বলেন, “পুরুষশাসিত সমাজে নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। সংবিধানে নারীদের সমান অধিকার দেওয়া হলেও এর বাস্তবায়ন খুব কমই পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের রবিদাস নারীদের এগিয়ে নিতে যে জোয়ার সৃষ্টি হয়েছে এজন্য বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) কে সাধুবাদ। আমরা চাই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের রবিদাস নারীরাও তাদেরকে এগিয়ে নিয়ে যাক। ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশীদার হোক। এক্ষেত্রে দল-মত নির্বিশেষে সকলেরই সহযোগীতা জরুরী।

অতিথির বক্তব্যে বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সূর্যমণি রবিদাস বলেন, “বাংলাদেশের নারীরা অনেকাংশে পিছিয়ে রয়েছে। তন্মধ্যে অবহেলিত রবিদাস জনগোষ্ঠীর নারীরাও উল্লেখজনকভাবে পিছিয়ে ছিলো এবং বর্তমানেও আছে। রবিদাস নারীদের সার্বিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) ই প্রথম কাজ শুরু করেছে।” তিনি একইসাথে রবিদাস নারীদের বিআরডব্লিউএফ এর পতাকাতলে এসে সুসংগঠিত হবারও উদাত্ত আহবান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর অঙ্গ-সহযোগী সংগঠন হিসেবে “বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ)” ও “বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ)” নিরলসভাবে সারাদেশে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা