হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিলের চাঁদা উত্তোলনকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। নিহত পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে ওমর আলী (৫০)। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিল আয়োজনের উদ্যোগে নেয় গ্রামের যুবকরা। ওয়াজ সম্পন্ন করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তারা চাঁদা উত্তোলন করে। আজ শুক্রবার সন্ধ্যায় ওমর আলীর কাছে একই গ্রামের লিটন মিয়া চাঁদা উত্তোলন করতে যায়। এ নিয়ে লিটন মিয়ার সাথে ওমর আলীর কথা কাটাকাটি ও হাতা হাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে উভয় পক্ষের লোকজন বিকেল সাড়ে ৪টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন। এ দিকে ওমর আলীর নিহতের ঘটনার সংবাদ সংগ্রহ করতে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে গিয়ে নিহতের লাশের ছবি তুলতে গেলে জয় আহমেদ নামে এক যুবক বাঁধা দেয়। ওই সময় সে একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর উপর হামলা চালিয়ে তার ভিডিও ধারণকৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে আটক করে। এছাড়াও পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওবায়দুর রহমান তালকুদার নামে আরেক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক জানান, ওয়াজ মাহফিলের টাকা উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। অপর দিকে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, সাংবাদিকদের উপর হামলা করায় পুলিশ জয় আহমেদ নামে এক যুবককে আটক করেছে।
Leave a Reply