বিজিবি অভিযানে ভারতীয় মদ ও গাজা উদ্ধার

ডেস্ক রিপোর্ট  ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২ ও ৩ ফেব্রুয়ারি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ এবং ৪০ কেজি ভারতীয় গাঁজা ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা।

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে সিন্দুরখান বিওপির টহল দল শ্রীমঙ্গল উপজেলার মংরাবস্তি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫ শত টাকা।

একই দিনে রাত ৯ টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহল দল মাধবপুর উপজেলার ১৭ নং চা-বাগান এলাকায় বিশেষ অভিযান ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৩ হাজার টাকা।

একই দিন ২ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে গুইবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার দুলনা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার ৬৫০ টাকা।

গতকাল ৩ ফেব্রুয়ারি ১ টার দিকে বাল্লা বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৪/১৬-এস সংলগ্ন খোয়াই ফ্রন্ট এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার মূল্য সাড়ে ১০ হাজার টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, বিজিবি সবসময় দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা