এসটিভি ডেস্ক:: নেপালে ইউএস বাংলার দুর্ঘটনা কবলিত বিমানে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১৩ জন শিক্ষার্থী ছিল। নেপালী নাগরিক এসব শিক্ষার্থী ইউএস বাংলার বিমানে করে নেপালে যাচ্ছিল।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নেপালে অবস্থানরত ওই কলেজের কনসালট্যান্টের বরাত দিয়ে তিনি জানান, সেখান থেকে ১৩ জনের একটি তালিকা পাঠানো হয়েছে। তবে, তাদের ভাগ্যে কি ঘটেছে-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফজলুর রহমান।
এরা হলেন- রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।
জালালাবাদ রাগীব রাবেয়া রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন বলেন, বিধ্বস্ত হওয়া বিমানে আমাদের ১৩জন শিক্ষার্থীর সকলেই সম্ভবত নিহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে তারা জেনেছেন।তিনি বলেন, চুড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। সাধারণ রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত কোন এসাইনমেন্ট থাকে না। তাই ওই সময়ে সকলেই নিজেদের বাড়িতে চলে যায়। নেপালের শিক্ষার্থীরাও গতকাল রোববার ঢাকা হয়ে তাদের দেশে যাচ্ছিলো।
মর্মান্তিক এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে-কলেজের পতাকা অর্ধনমিত রাখা, ক্লাস সাসপেন্ড ও কালো ব্যাজ ধারণ।
Leave a Reply