জুড়ী প্রতিনিধিঃ“মানুষ মানুষের জন্য” এ প্রবাদের সার্থকতা নিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বৃহত্তর কচুরগুল গ্রামের মধ্যপ্রাচ্য কাতার প্রবাসীদের উদ্যেগে সমাজ সেবা মূলক সংগঠন “বৃহত্তর কচুরগুল সমাজ কল্যাণ তহবিল কাতার” শাখার আত্ন প্রকাশ হয়েছে।
শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বহির্বিশ্বে অবস্থানরত উদ্যেগী, মহৎ, নিরলস ব্যক্তিদের উদ্যেগে সর্বসম্মতিক্রমে বৃহত্তর কচুরগুল সমাজ কল্যাণ তহবিল কাতার” শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সর্বসম্মতিক্রমে কমিটির ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্য হলেন যথাক্রমে মোঃ ফজলুল হক (ফজলু), মোঃ নাসির আহমেদ (নাসির), হাজি মোঃ এলাইছ উদ্দিন (লুলু), মোঃ মস্তুফা উদ্দিন (দুবাই), মোঃ ইউনুছ মিয়া ও মোঃ মাসুক আহমদ।
২০২১-২০২৩ ইং শেষনের পূর্নাঙ্গ কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ জহিরুল হক (চুনু মিয়া), সিনিয়র সহসভাপতি মোঃ মোঃ জয়নাল আহমদ, সহসভাপতি মোঃ আব্দুল জব্বার (খনু)।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (ফখরুল), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল কালাম, সহ সাঃ সম্পাদক মোঃ সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক (রাসেল), সহঃ সাংগঠনিক সম্পাদক জাহেদ রানা, মোঃ জাবেদ আহমদ (সুমন), মোঃ আব্দুল লতিফ (বাবলু), ধর্ম বিষয়ক সম্পাদক হাঃ মাওলানা মোঃ আজিম উদ্দিন। প্রচার সম্পাদক মোঃ রমিজ উদ্দিন, মোঃ জায়েদ আহমদ, মোঃ নাসির উদ্দিন, মোঃ সুমন আহমদ, ক্যাশিয়ার মোঃ রিয়াজ উদ্দীন আহমেদ, সহ ক্যাশিয়ার মোঃ আতিকুর রহমান।
সম্মানীত সদস্য মোঃ কবির আহমদ (লন্ডন), মোঃ ছায়াদুর রহমান (স্পেন), মোঃ আছাদ আহমদ খোকন (ফ্রান্স), মোঃ ছায়াদুর রহমান (স্পেন), মোঃ মিছবাউর রহমান (ফ্রান্স), মোঃ আব্দুল আজিজ (মিনু) (বাহরাইন), মোঃ মুতিউর রহমান (কুটি) (দুবাই), মোঃ আব্দুর রাজ্জাক (দুবাই), মোঃ জামাল উদ্দিন (দুবাই), মোঃ রুমেল আহমদ (দুবাই), মোঃ আসকর আলী (সৌদি আরব), মোঃ মস্তুফা উদ্দিন (দুবাই), মোঃ সাইফ উদ্দিন (বজলু) (দুবাই) ও মোঃ হেলাল উদ্দিন (দুবাই) প্রমূখ।
Leave a Reply