রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “টেকসই উন্নয়ন,শান্তি ও সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিটির আয়োজনে উপজেলার গোহাগপুর নতুনপাড়া আলহাজ দিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কাস্মীর সুলতানা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আহম্মদ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি দারিদ্র্যতা বৃদ্ধি করে। তবে সরকার তথ্য জানার অধিকার বাস্তবায়ন করে দুর্নীতি রোধে সহায়কের ভূমিকা পালন করছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে জনতাকে এর সুফল পেতে সহায়তা করতে হবে।
Leave a Reply