-
- সিলেট বিভাগ
- বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের পরিচালনা কমিটির নির্বাচনে ১২ জনের মনোনয়ন দাখিল
- আপডেট টাইম : September, 4, 2018, 5:12 pm
- 897 বার
এনামুল কবির (মুন্না) ::দোয়ারাবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের পরিচালনা কমিটির নির্বাচনে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেন।
স্কুল পরিচালনা কমিটির নির্বাচনী ২৯ জুলাই তফসিল ঘোষনা অনুযায়ী স্কুল ও কলেজ শাখায় মোট ১২জন প্রতিদন্ধি মনোনয়ন পত্র জমাদেন। মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।
প্রিসাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মেহের উল্লাহ বলেন ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছে তারা হলেন কলেজ শাখায়- ইউপি সদস্য আলাউদ্দিন, মো:সিদ্দিক মিয়া,মানিক মিয়া।
স্কুল শাখায় -ইউপি সদস্য রায়হানুল ইসলাম রবিন,সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন আহমেদ,উস্তার আলী,সাজিদুর রহমান।
দাতা সদস্য -মাও.আব্দুল মতিন ।
সংরক্ষিত্ব -মিনারা বেগম।শিক্ষক প্রতিনিধি -ফরিদ আহমেদ ভুঁইয়া, জামাল উদ্দিন,জান্নাতুল ফেরদৌস।তিনি জানান, আগামী ৫ই সেপ্টেম্বর যাছাই-বাছাই, ৭সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন, ১৮সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply