ভবঘুরে মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

সুনামগঞ্জ প্রতিনিধি:দীর্ঘ ১৫ দিন যাবৎ সুনামগঞ্জ শহরের ভবঘুরে ও ছিন্নমুল ভাসমান লোকদের মুখে খাবার তুলে দিচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংকট কালীন সময়ে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী, মল্লিকপুর, বাস টার্মিনাল, পুরাতন বাসস্টেন্ড, ট্রাফিক পয়েন্ট, সুরমা মার্কেট, কাজীর পয়েন্ট ষোলঘরসহ বিভিন্ন এলাকার ছিন্নমূল ও ভবঘুরে  ভাসমান মানুষের খাদ্য সংকট দেখা দেয়। সেইসব ক্ষুধার্থ মানুষের পাশে দাড়িয়েছেন তিনি।  করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে সবকিছু স্থবির হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ বড়ই অসহায় ও কঠিন সময় পার করছে। বিশেষ করে অসহায় ছিন্নমূল ও ভবঘুরে মানুষ গুলো দিনের পর দিন না খেয়ে মানবেতর জীবন যাপন করছে এবং সুনামগঞ্জে বিভিন্ন দোকানের বারান্দায় প্রতিদিন কিছু পাগল ফকির ও ঘরবাড়ি হারা মানুষ রাত্রি যাপন করেছে। শহরের ওইসব অভুক্ত ছিন্নমূল, অসহায় ও ঘরবাড়ি হারা মানুষের পাশে বিগত ১৫ দিন যাবৎ গভীর রাতে শহরের বিভিন্ন আনাচে কানাচে খুজে খুজে নিজ হাতে তাদেরকে খাদ্য, পানি ও মশার কয়েল দিয়ে মানবতার দূত হিসেবে দাঁড়িয়েছে প্রয়াত রাজনীতিবিদ সাংবাদিক গোলাম রব্বানি ও সাবেক সংসদ সদস্য শাহানা রব্বানির পুত্র সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাববী স্মরণ। জানা যায়, করোনা শুরু থেকে গত ১৫ দিন ধরে গভীর রাতে ঘুরে ঘুরে প্রতিরাতেই  শহরের ওইসব মানুষকে হাতে খাবার, বিশুদ্ধ পানি  ও মশার কয়েল নিজ হাতে তুলে দেন।  এরই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত গভীর রাতে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের ওইসব ভবঘুরে ও ছিন্নমূল মানুষের হাতে খাবার, বিশুদ্ধ পানি ও মশার কয়েল তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মাসুম হেলাল, সাংবাদিক রুজেল আহমেদ, ছাত্রলীগ নেতা শেখ শহীদুল ইসলাম, সাজ্জাদুর রহমান লিমন, তারেক আহমদ, হৃদয় প্রমুখ। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ বলেন, শহরে আনাচে কানাছে ভবঘুরে মানসিক প্রতিবন্ধী মানুষেরা অভুক্ত অবস্থায় দিনযাপন করেন। তাদের মুখে খাবার তুলে দিতে আমার এ আয়োজন। যতদিন এরকম অবস্থা থাকবে ততদিন খাদ্য সহায়তা অব্যহত থাকবে। সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য পিপি এবং স্মরণের আম্মা  শামছুন নাহার বেগম শাহানা রব্বানী বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগ অব্যহত থাকবে। ছিন্নমুল ভাসমান মানুষকে পর্যায় ক্রমে পোলাও মাংস, আখনি, ভুনা খিচুরি, ছানা পোলাও, ডালভাত দেয়া হয়ে থাকে। তিনি এরকম উদ্যোগে অন্যদেরও এগিয়ে আসার আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা