ভাইরাস হয়তো থাকবে না,কিন্তু জনপ্রতিনিধি ও নেতাদের ভুমিকা মানুষ স্নরন রাখবে -ব্যারিস্টার সুমন

আশাহীদ আলী আশা ।।সুপ্রীম কোর্টের আইনজীবি,ফেইজবুকের আইকন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন করোনা ভাইরাস হয়তো থাকবে না,কিন্তু কিছু কিছু জনপ্রতিনিধির ভুমিকা মানুষ মনে রাখবে। গত একমাস পূর্বে ঢাকা থেকে ১০ লক্ষ টাকার চালসহ খাদ্য সামগ্রী নিয়ে এসে ১৫ দিনেই বিতরন করে ফেলছি। এখন বাবা মায়ের নামে ফাউন্ডেশন করে চুনারুঘাট মানুষের দোয়ারে দোয়ারে পৌছে দিয়ে আসছি। কারন চুনারুঘাটের মানুষই আমার জানাযার প্রথম শরিক হবে। অনেক জনপ্রতিনিধি যখন ঢাকায় বিশাল বিল্ডিং এ আরাম আয়াশে দিন যাপন করছেন তখন আমি অসহায় মানুষদের কথা চিন্তা করে কিছু খাদ্য নিয়ে তাদের দোয়ারে যায়ার চেষ্টা করছি। তিনি আজ বিকালে চুনারুঘাট ও বাহুবল উপজেলার মধ্যেবর্তী সাটিয়াজুরী বাজারে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন অনুষ্টানে বত্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। সাংবাদিক কাজী সুজনের আহব্বানে সাড়া দিয়ে ব্যারিস্টার সুমন সাটিয়াজুরী এলাকার ৫ টি গ্রামের ৩৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেন। পর্যায়ক্রমে আরোও ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী দেয়ারও প্রতিশ্রতি দেন। তিনি বলেন মানুষের জন্য কাজ করতে মেম্বার চেয়ারম্যান হওয়ার প্রয়োজন পড়ে না,ইচ্ছা শক্তিই যতেষ্ট। লাগে মনুষ্যত্ব। তিনি এলাকার মানুষের বলেন লজ্জার কিছু নেই,ঘরে খাদ্য না থাকলে আমাকে জানাবেন,আমার দরজা সবসময় খোলা। এ সময় অন্যাদের মাঝে উপস্তিত ছিলেন ছাত্রলীগ নেতা সোহাগ রহমান,রোহেল আহমেদ,সৈয়দ ইয়াসিন তানভীর,মুক্তাদির তালুকদার,রাব্বী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা