জামাল মিয়া , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ ভৈরবে জগন্নাথপুরে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি ঘর ও আসবাব পত্র । এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছে । খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে ।
ভৈরব ফায়ার সার্ভিস ও এলাকাবাসিরা জানায় আজ রোববার সন্ধ্যা ৬ টার দিকে জগন্নাথপর কমলার মোড়ে অবস্থিত কাউছার মিয়ার বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং তা মূহুর্তের মধ্যে পাশের আরো ২টি রুমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । তবে অগ্নিকান্ডে ১টি ঘরের ৩টি রুমসহ রুমের ভিতরের আসবাবপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে ।
এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার ষ্টেশনের পরিদর্শক মোঃ আজিজুল হক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সূত্রপাত । অগ্নিকান্ডে ১ টি ঘরের ৩টি রুমসহ মালামাল পুড়ে আনুমানিক ২/আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply