জামাল মিয়া ভৈরব প্রতিনিধি ॥ ভৈরবে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আয়েশা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আয়েশা বেগম কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধিন থানেশ্বর গ্রামের মৃত খোকন মিয়ার স্ত্রী বলে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে আয়েশা বেগমকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে তার নিজ হেফাজতে থাকা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা । এ ব্যাপারে আটককৃত এ নারীর বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ ।
Leave a Reply