ভৈরবে দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

 জামাল মিয়া ভৈরব প্রতিনিধি:: ভৈরবে গরীব ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতবৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ২০জন নারীর মাঝে এই ছাগল তুলে দেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এ সময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার গোলাপ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, ঠিকাদার মো: জিল্লুর রহমান, ভৈরব চেম্বারের পরিচালক মো: মিজানুর রহমান পাটোয়ারী প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ কাজের আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে সমগ্র জাতির সমন্বিত উন্নয়ন। তাই দারিদ্রতা দূরীকরণে সরকার নানামূখি প্রকল্প হাতে নিয়েছে। যার সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে। এ সময় তিনি বেশী বেশী করে গবাদী পশু পালন, বৃক্ষরোপন, পতিত জমিতে সবজি চাষসহ বর্ষায় প্লাবণ ভূমিতে বেশী বেশী করে মাছের চাষ করতে সকলের প্রতি আহ্বান জানান।

Chat conversation end
Type a message…
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা