জামাল মিয়া ভৈরব প্রতিনিধি ॥ ভৈরবে নিখুঁজের একদিন পর মেঘনা নদী থেকে গোপাল সাহা (২৭) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ২টার দিকে ভৈরব বাজারের মেঘনা নদীল বুধাই ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গোপাল সাহা ভৈরব বাজারের টিনপট্টি এলাকার গিরেন্দ্র সাহার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানাযায়, গোপাল সাহা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে বাবার ব্যবসা দেখাশুনা করে আসছিল। তবে গত দুই বছর যাবৎ গোপাল মানসিক রোগে ভুগছিল। সে প্রায়ই বাসায় কাইকে কিছু না বলে বের হয়ে যেত আবার ফিরে আসতো। কিন্তু গত বৃহস্পতিবার ভোরে গোপাল সাহা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে শুক্রবার দুপুর ২টার দিকে ভৈরব বাজারের বুধাই ঘাটে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে গোপাল সাহার পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন। তবে কি কারণে বা কিভাবে গোপাল নিহত হয়েছেন এবেপারে কিছু বলতে পারছেন না নিহতের পরিবার। এবিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।
Leave a Reply