১০ জুন,জামাল আহমেদ,ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরবে গাজাঁসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে নৌ-থানা পুলিশ । আজ বৃহস্পতিবার সন্ধায় ভৈরবের মেঘনা নদীতে টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে নৌ-থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক পাচারকারী আবুল কাশেম ( ৪০) কে গ্রেফতার করে।
এ সময় তার কাছে একটি ব্যাগ তল্লাশী করে ২ কেজি গাজাঁ উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আবুল কাশেম বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার আমোদাবাদ গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র বলে জানা গেছে । গ্রেফতারকৃতের বিরুদ্ধে নৌ-থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে ।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে। আগামীকাল সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply