জামাল মিয়া , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি॥ ভৈরবেপেষ্টিংয়ের আগুনে পুড়ে শাহিন (৩৫) ও খলিল মিয়া (২৮) নামে ২ পাদুকা শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শাহিন উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের গোলাপ মিয়ার পুত্র।রোববার দুপুরে শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকায় অবস্থিত জৈনক সাজ্জাদ হোসেনের সাজ্জাদ ফুট ওয়ার জুতার কারখানার শ্রমিক। জানা যায়, শাহিন প্রতিদিনের মতো কারখানায় জুতায় প্যাস্টিং লাগানোর কাজ করছিলেন। এসময় পাশে থাকা সেলাই মেশিনের মটর থেকে আগুনের সূত্রপাত হলে জুতার প্যাস্টিং থেকে শাহিনের জামা কাপড়েও আগুন লেগে যায়। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা শাহিনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করেন। এঘটনায়, কারখানার আরেক শ্রমিক অষ্টগ্রামের খলিল মিয়া (২৮) আহত হয়ে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম জানান, আহত শাহীন মিয়ার শরীরের ৩০ভাগ আগুনে জলসে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসাপ্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠিয়েছি।
Leave a Reply