জামাল মিয়া, ভৈরব প্রতিনিধি ॥ ভৈরবে ৪৭৫বোতল ফেন্সিডিলসহ রুবেল মিয়া(৩০) নামে শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত রুবেল কমলপুর নিউটাউন এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিউটাউন এলাকার জৈনক মোঃ রফিকুল ইসলামের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় ঘর তল্লাশি করে ৪৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাত লক্ষাাধিক টাকা। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এসব তথ্য নিশ্চিত করেন। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তিনি আরো জানান আটককৃত রুবেল পাদুকা কারিগর ছিল । মাদক ব্যবসায় বেশি লাভ বলে সে পাদুকা পেশা পরিবর্তন করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
Leave a Reply