জামাল মিয়া , ভৈরব প্রতিনিধি ॥ ভৈরবে মেঘনা রেলওয়ে ব্রীজরে উপর থেকে ট্রেনে কাটা অজ্ঞাত মুসলীম যুবক(২৪)এর লাশ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। শুক্রবার দুপুর বারটার সময় এ লাশ উদ্ধার করা হয়। এ সময় নিহতের পড়নে ছিল আকাশি রংয়ের সার্ট ও জিন্সের প্যান্ট। পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ব্রীজের ওপর গিয়ে দেখতে পাই ট্রেনে কাটা পড়ে এক যুবকের লাশ পড়ে আছে। আমরা তাৎক্ষনিক লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে আসি। লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর নিহতের সাথে এমন কিছু পাওয়া যায়নি যা দিয়ে পরিচয় সনাক্ত করা সম্ভব। ধারনা করছি ব্রীজের উপর দিয়ে হেটে আসা অথবা ট্রেনের ছাদে ভ্রমনের সময় যে কোন ট্রেনে কাটা পড়ে মারা গিয়ে থাকতে পারে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply