ভৈরবে মৎস আড়তে অগ্নিকান্ডে চার ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই

 মোঃ জামাল মিয়া, ভৈরব প্রতিনিধি:: ভৈরবে অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে ফেড়িঘাট মৎস আড়তে অগ্নিকান্ডের ঘটনায় চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।  মঙ্গলবার বিকেল ৩টার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় দোকানে মজুদ রাখা মাছসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলাবার বিকেলে ভৈরব মৎস আড়তের স্বর্ণা মৎস আড়ত নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্থেই পাশের সুধন মৎস আড়ত, ভান্ডারী মৎস আড়তসহ চারটি প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পরে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুধন বর্মন জানান, তার দোকানে চিংড়িসহ নানা প্রজাতির পাচঁ লাখ টাকার মাছ মজুদ রাখা হয়েছিল যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ অন্যান্য ব্যবসায়ীরা আরো বলেন, অগ্নিকান্ডের সময় দোকানের ভেতর রাখা ব্যবসায়ীক লেনদেনের গুরুত্বপূর্ণ খাতা-বইসহ মালামাল পুড়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় সব মিলিয়ে প্রায় ২৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তারা। এব্যাপারে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আজিজুল হকের সাথে কথা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতি শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চালিয়ে স্থানীয় জনসাধারণ ফায়ার সার্ভিসে দিলে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসারের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে পৌছায়। তবে ততোক্ষণে উল্লেখিত চার টি দোকান ভস্মীভূত হলেও বাজারের অন্যান্য দোকানে আগুন লাগা থেকে রক্ষা করেন। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় সাড়ে আট লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা