ভৈরবে শিক্ষার্থীর গলাকাটা বস্তাবন্ধি মৃতদেহ উদ্ধার ৩ সহপাঠী আটক

জামাল মিয়া, ভৈরব প্রতিনিধি॥ নিখোঁজের ১ দিন পর ভৈরবে ফারদিন আলম ওরফে রুপক (১৭) নামে এক শিক্ষার্থীর গলা কাটা বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । সে ভৈরব বাজারের ব্যবসায়ী বিপ্লব মিয়ার পুত্র ।  শুক্রবার দুপুরে শহরের ভৈরবপুর এলাকার ব্যবসায়ী আবু বক্কর এর ৬ তলা ভবনের ছাদ থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয় । মৃতদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তার সহপাঠীরা তাকে মোবাইল ফোনে ডেকে নেয় । এরপর থেকে সে নিখোজঁ । নিখোজেঁর পর তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোজাঁখোজি করে না পেয়ে রাতেই ভৈরব থানায় একটি সাধারন ডায়েরী করে এবং র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্পে অবহিত করে । কিন্ত আজ দুপুরে ভবনের ছাদে লাশটি বস্তাবন্ধি হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসিরা পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে রেজুয়ানুল কবির,রাব্বি ও আরাফাত পাটোয়ারী নামে ৩ সহপাঠীকে আটক করেছে পুলিশ । পুলিশ জানায় আটককৃতরা খুনের কথা স্বীকার করেছে । পুলিশ আরো জানায়, আটককৃতরা মোবাইল ফোনে রুপককে বাড়ি থেকে ডেকে নিয়ে ভবনের ছাদে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে এ ভেবে প্রথমে তাকে আটকে রাখে । এক পর্যায়ে তারা ভাবে এ ঘটনা পুলিশ ও র‌্যাবকে তারা জানিয়ে দিলে বিপদে পড়বে । তাই তারা প্রথমে গলায় রশি দিয়ে ২ পাশ থেকে টেনে তাকে হত্যা করে । কিন্ত হত্যার পর ছুরি দিয়ে জবাই করে নিশ্চিত হয়ে মৃতদেহ ফেলে চলে যায় । নিহতের পরিবার ও ভৈরব থানার ওসি মোঃ মুখলেছুর রহমান জানায়, নিহত রুপক ও তার ৩ সহপাঠি সদ্য এস.এসসি পাশ করেছে । তারা একই সাথে দীর্ঘদিন ধরে চলাফেরা করতো । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা