মোঃ জামাল মিয়া ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক আবদুল্লাহ- আল মনসুরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । ভৈরব সাংবাদিক সমাজের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন ভৈরব প্রেসক্লাবের সহ-সভাপতি ও পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মরণসভায় স্মৃতিচারণ করেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া,ভৈরব পৌরসভার মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ,কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দীন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, ভৈরব প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক,ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী,সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা প্রমূখ । স্মরণ সভায় বক্তারা সাংবাদিক আবদুল্লাহ- আল মনসুরের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মনসুর ছিলেন ক্ষণজন্মা প্রতিভার অধিকারী,তার এ অকাল মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায়না । তিনি একজন সফল রাজনীতিবিদ,দক্ষ সংগঠক ও দৈর্যশীলসহ বহু গুণের অধিকারী ছিলেন তিনি । সাংবাদিকতায় ও তিনি অল্প সময়ে ভালো মানের রিপোর্ট করে সুনাম কুড়িয়েছেন । পাশাপাশি তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ও সজ্জন ব্যক্তিত্ব মানুষ । কিন্ত মরণব্যাধি ঘাতক ক্যানসারে এ দিন তিনি পৃথিবীর মায়া ছিন্ন করে সবাইকে কাদিঁয়ে না ফেরার দেশে চলে গেলেন । তাই আজকের এ দিনে তার নামটিকে বাচিঁয়ে রাখতে ভৈরবে তার নামে একটি সড়কের নামকরনের দাবী উঠে । এছাড়াও স্মরণসভায় মনসুরের বড় ভাই ডাঃ আবদুল্লাহ-আল মারুফ ও তার বড় মেয়ে হৃদি স্মৃতিচারণ করতে গিয়ে বার বার আবেগ আপ্লুত হয়ে পড়েন । অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এনটিভির ষ্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান আমিন ।
উল্লেখ্যঃ আবদুল্লাহ-আল মনসুর ছিলেন ভৈরব প্রেসক্লাবের ২ বারের সাধারন সম্পাদক । ২০১৮ সালের ২৩ এপ্রিল তিনি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দৈনিক কালের কন্ঠের ও দেশ টিভির ভৈরব প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক বাংলা বাজার পত্রিকার মাধ্যমে ২০০৭ সালে সাংবাদিকতার জীবন শুরু করেন। তারপর বেশ কিছুদিন দৈনিক যায় যায় দিন পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে কাজ করেছেন|
Leave a Reply