ভৈরবে ৯৯ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

মোঃ জামাল মিয়া,ভৈরব প্রতিনিধি ॥ ভৈরবে র‌্যালি, পুষ্পস্তবক অর্পন, চিত্রাংকণ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নিরানব্বই পাউন্ডের কেক কেটে ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উযযাপন করা হয়েছে। ভৈরব উপজেলা প্রসাশনের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ কেক কাটা অনুষ্ঠান ও শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকাল নয়টায় র‌্যালি করে ভৈরব দূর্জয় মোড় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্যে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে ভৈরব উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, হাজী সিরাজ উদ্দীন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাংগঠনিক সম্পাদক শেফায়াত উল্লাহসহ যুবলীগ সেচ্ছাসেবীক লীগ ছাত্র লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দরাও পুষ্পস্তক অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা