হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::ছাতক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাস মাধবকুণ্ড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আহত হয়েছেন ৩৫ জন।
শনিবার (১২ জানুয়ারী) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার খলাগাঁও গৌরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদের কাছ থেকে জানা যায়, সুনামগঞ্জের ছাতক থেকে মাধবকুণ্ড ভ্রমণের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পর্যটকবাহী বাস যার নাং (সিলেট জ ০৪-০১৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্থার পাশে জমিতে পড়ে যায়।
এতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন, আহত হয়েছেন প্রায় ৩৫জন তারমধ্যে গূরুতর আহত প্রায় ২০জন।
স্থানীয়দের সহযোগীতায় গূরুতর আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply