মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারে তুচ্ছ ঘটনার জেরে মগনু মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মগনু মিয়া সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার টনু মিয়ার ছেলে। তিনি পেশায় কেয়ারটেকার ছিলেন বলে জানা গেছে।এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ
শহরতলীর জগন্নাথপুর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাজ সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মগনু মিয়া ও একই এলাকার আবু তাহেরে ছেলে সুমন মিয়া ও সিফুল মিয়ার সঙ্গে সিগারেট দেওয়া-নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন ও সিফুল মগনুকে মারধর করে। এতে মগনু মিয়া অজ্ঞান হয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply