মৌলভীবাজার প্রতিনিধি::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।রোববার (২ ডিসেম্বর) মনোনয়ন যাচাই বাছাইকালে তাদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলাম।
মৌলভীবাজার-১ আসনে রিটার্ন দাখিল না করায় সাবেক প্রতিমন্ত্রী ঐক্যফ্রন্টের প্রার্থী এবাদুর রহমান ও সমর্থকের স্বাক্ষর জাল করার দায়ে জামায়াতের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে।
মৌলভীবাজার-২ আসনে ঋণ খেলাপির জন্য জাতীয় পার্টির মুহিবুল কাদির চৌধুরী পিন্টুর মনোনয়ন বাতিল হয়েছে।
মৌলভীবাজার-৩ আসনে তথ্য গোপন করার অভিযোগে বিএনএফ থেকে আশা বিশ্বাস ও বিভ্রান্তিকর তথ্য প্রদানের দায়ে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মছব্বিরের মনোনয়ন বাতিল হয়েছে।
এদিকে নির্বাচনে কারো মনোনয়নপত্র বাতিল ঘোষিত হলে সংক্ষুব্ধ ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাইতে পারবেন আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর।
Leave a Reply